বগুড়ার প্রবীণ শিক্ষক হাতেম আলী তরফদারের ইন্তেকাল
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০১ অগাস্ট ২০২৪ ১৪:৫৩ ।
বগুড়ার খবর
বগুড়া পিটিআই (প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউট) স্কুলের অবসরপ্রাপ্ত সুপারিন্টেন্ড হাতেম আলী তরফদার বুধবার সন্ধ্যায় শহরের মালগ্রাম গাবতলার মোড় এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন )।
তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় মেয়ে সেলিমা তরফদার, তিনি বগুড়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক, ছেলে জাকির হোসেন তরফদার শুভ্র, একজন কৃষি উদ্যোক্তা।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বগুড়ার তালোড়ার ধানপুজা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
আরও পড়ুন