১০ম গ্রেডের দাবিতে বগুড়ায় শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪ বার।

সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ার সোনাতলায় মানববন্ধন করেছেন পিটিআই এ প্রশিক্ষণরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সোনাতলা পিটিআই এর সামনে এ মানববন্ধন করা হয়।  

 

মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাতলা পিটিআই এর ২০২৪ সেশনের প্রশিক্ষণার্থী ও সহকারী শিক্ষক শামিম আহম্মেদ, আহসান হাবীব, শামিমা খাতুন ও শারমিন আকতার।

 

বক্তব্যে তারা বলেন, স্নাতক ডিগ্রী অর্জন করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। ১৩তম গ্রেড নিয়ে তারা শিক্ষকতা করেন। সম যোগ্যতাসম্পন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দেয়া হয় ১০ম। এছাড়াও বিভিন্ন চাকরিতে নিয়োগপ্রাপ্ত এসএসসি ও এইচএসসি পাস করা চাকরিজীবীদেরও ১০ম গ্রেড প্রদান করা হয়। বৈষম্যের শিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১৩ তম গ্রেডের কর্মচারী হিসেবে যে মাসিক বেতন পান তা দিয়ে সংসার চালাতে তাদের কষ্ট হয়। 

এমসয় তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দশমে উন্নীত করতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান।