বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের স্মরণে আলোচনাসভা

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:৫৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৩ বার।

বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার (২৮নভেম্বর) দুপুরে শহরের শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অত্র কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটেছে। দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। কিন্তু একটি মহল আমাদের এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে নানামুখি চক্রান্ত করছে। তাই যে কোনো মূল্যে আমাদের এই স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে। পাশাপাশি ওইসব দেশবিরোধী চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান এই জেলা বিএনপির নেতা।

শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সহ-সভাপতি আলহাজ¦ মাহবুবুল আলম হিরু, পিয়ার হোসেন পিয়ার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা জাহিদুর রহমান টুলু, মামুনুর রশিদ আপেল। এছাড়া অন্যান্যদের মধ্যে যুবদল নেতা শাহাবুল করিম, স্বেচ্ছাসেবকদল নেতা শাহ কাওছার আহমেদ কলিংস, আলমগীর হোসেন, প্রভাষক শাহীন আলম, মাহবুবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এরপর জুলাই-আগস্ট বিপ্লবের ঘটনাবহুল তথ্য সম্বলিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।