শাজাহানপুরে জার্মান প্রবাসী সৈয়দ শাকিলের ভালোবাসায় সিক্ত এক ঝাঁক দু:স্থ শিশু শিক্ষার্থী

শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪ ২১:৫২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

'মানুষ মানুষের জন্য’ এ মর্মস্পর্শী বাক্যটির বাস্তবায়ন করে চলেছেন জার্মান প্রবাসী সৈয়দ শাকিল। সাত হাজার কিলোমিটার দূরের দেশ জার্মানে প্রায় ৪ দশক যাবত বসবাস করছেন। তবুও নিজের জন্মস্থান বাংলাদেশের অসহায় দু:স্থ মানুষের প্রতি তার ভালোবাসার বন্ধন অটুট। 

তীব্র শীতে দু:স্থ পরিবারের শিশুরা যাতে কষ্ট না পায় সে লক্ষ্যে তিনি প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণে আর্থিক সহায়তা করে যাচ্ছেন। এমনই একটি স্থান বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া গ্রামে অবস্থিত ছামচুন-জয়গুণ মাদ্রাসা। শুক্রবার সকালে সৈয়দ শাকিলের অর্থায়নে মাদ্রাসার এক ঝাঁক শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে কম্বল। নতুন শীতবস্ত্র পেয়ে কোমলমতি শিশুরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। তাদের চোখে মুখে ছিল আনন্দের ঢেউ। কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম। কমিউনিটি পুলিশিং শাজাহানপুর থানা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিটিউনিটি পুলিশিং শাজাহানপুর থানা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহম্মদ জাফর আলমগীর, সহ-সভাপতি মেজবাউল আলম, শাজাহানপুর ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজিনুর, ১৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তালেব সরকার বাদল। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাংবাদিক সাজেদুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ¦ খলিলুর রহমান, মাদ্রাসার সভাপতি আব্দুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার আব্দুল মান্নান, ব্যবসায়ী বাদশা আলমগীর, সাংবাদিক রমজান আলী রঞ্জু, প্রামাণিক রতন, মাদ্রাসার স্বেচ্ছাসেবক ইউসুফ আলী, ইউনুস আলী, নাফিজুর রহমান মুসা প্রমুখ।