বগুড়ায় চেয়ারম্যান ও মেম্বরসহ ২২ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা

ধুনট( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৮১৬ বার।

বগুড়ার ধুনট উপজেলায় জয় বাংলা-জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে হামলা চালিয়ে আশাদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামিরা হলেন, উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিক এবং ৫ নং ওয়ার্ডের সদস্য রামবল্বপুর গ্রামের সোহেল রানা সহ ২২ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ২৫-২৬ জন।

 

বুধবার (২৫ ডিসেম্বর) মামলা সূত্রে জানা যায়, উপজেলার অলোয়া গ্রামের মোকবেল হোসেনের ছেলে আশাদুল ইসলাম মথারপুর বাজার এলাকার মাছ ব্যবসায়ী। ইউপি চেয়ারম্যানের সাথে ওই ব্যবসায়ীর দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ওই ব্যবসায়ী ১৬ ডিসেম্বর বিকেল ৫টায় মথুরাপুর বাজার কেন্দ্রীয় মসজিদ এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক ও তার লোকজন জয় বাংলা-জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে হামলা চালিয়ে আশাদুল ইসলামের কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের হামলায় ওই ব্যবসায়ী আহত হন।

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।