বগুড়ায় বড়দিন পালিত
স্টাফ রিপোর্টার
বগুড়ায় আজ বুধবার (২৫ ডিসেম্বর) যথাযথ মর্যাদায় শহরের গোহাইল সড়কে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। এ উপলক্ষে প্রার্থনা, ধর্মীয় গান, আলোচনা সভা, কেক কাটা ও কীর্তন অনুষ্ঠিত হয়। বগুড়া খ্রীস্টিয় মণ্ডলীর উপাসনালয়ে বড়দিন এর কেক কাটেন পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম।
কেক কাটার পর আলোচনা সভায় পুলিশ সুপার বলেন, খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বগুড়ায় খ্রিস্টান ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করে।
বগুড়া খ্রীস্টিয় মণ্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দিন, এ্যাড. বার্নাড তমাল মন্ডল, অর্পনা প্রামানিক, মাইকেল আশের বেসরা, ছবি বিশ্বাস, মার্গারেট বন্দনা দাস জুঁই, রোনাল্ড প্রামানিক, টোনাম সরকার প্রমুখ।
বগুড়ায় সবক’টি চার্চে উদযাপিত হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। চার্চের পাশাপাশি বিভিন্ন বাড়ি সাজানো হয়েছে। উপাসনালয়ে ধর্মীয় আলোচনায় অংশ নেন পালক গিলবার্ট মৃধা ও সাবেক পালক প্রধান মি. সৌরভ বিশ্বাস। চার্চ প্রাঙ্গন ধর্মীয় গানে গানে মুখরিত করে তোলে খ্রীস্টান ধর্মালম্বীরা।