বগুড়ায় বৃহত্তর নিউ মার্কেটের সদস্যসহ ২৫ জনের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৫ ১৮:৪৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৮২ বার।

বগুড়া বৃহত্তর নিউ মার্কেট মালিক সমিতির নেতা রাশেদুল ইসলাম এর  নামে বগুড়া সদর থানায় দুই লক্ষ টাকার চাঁদার দাবিতে ৩০/১২/২০২৪ তারিখে একটি মিথ্যা মামলা দায়েরে করেন দায়ের করেন মো:আরমান আলী শেখ।এবং মামলায় গ্রেফতার হন রাশেদুল ইসলাম গ্রেফতারের প্রতিবাদে বৃহত্তর নিউ মার্কেট মালিক সমিতি তিন শতাধিক ব্যবসায়ী গন স্বেচ্ছায় সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পযর্ন্ত দোকান বন্ধ করে প্রতিবাদ করেন। বুধবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় রাশেদুল এর মুক্তির দাবিতে মানববন্ধন কমসূচি পালন করেন।

 

মানববন্ধন কমসূচিতে অংশ গ্রহন করেন বৃহত্তর নিউ মার্কট মালিক সমিতি সদস্য ও বড় মসজিদলেন মার্কটের সভাপতি আলহাজ্ব আসমাউল হোসন,পুকুরপাড় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,ক্রোকারিজ মার্কেট ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক বজলার রহমান কাজল,জসমতূল্যা ইনসান মার্কেট এর সাধারণ সম্পাদক মো:পান্না মিয়া,দেলোয়ার খান নিউ মার্কেটের স্বত্তাধিকরী রিয়াদ খান,মনোরমা মার্কেট সমিতির নেতা মো:ডাবলু,মো:দোলা মিয়া প্রমূখ।

 

অপর দিকে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গ্রেফতারকৃত রাশেদুল ইসলামের স্ত্রী রুমা ইসলাম।এছাড়াও বগুড়া জেলা প্রশাসক ও  পুলিশ সুপার  বরাবর স্মারকলিপি প্রাদান করেন। বগুড়া বৃহত্তর নিউ মার্কেট মালিক সমিতি  ব্যবসায়ী বৃন্দ অতিশিগ্রই রাশেদুল ইসলাম মুক্তি করেন ।