বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের কৃতি ক্রীড়াবিদ ও সংগঠক সম্মাননা প্রদান
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে কৃতি ক্রীড়াবিদ ও সংগঠক সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী) বিকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার সাবেক ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করার মধ্য দিয়ে বগুড়ার ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নেওয়া হলো। বগুড়া থেকে জাতীয় পর্যায়ে আরো ক্রীড়াবিদ তৈরী করতে আমরা কাজ করে যাবো। এতদিন যে বৈষম্য আচরণ হয়েছে বগুড়ার প্রতি, আগামীদিনে তা আর হবে না। তিনি বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। বগুড়াকে ক্রীড়াঙ্গনসহ সার্বিক ক্ষেত্রে এগিয়ে নিতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সকলে মিলে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক মাঠ থাকার পরেও এতদিন বগুড়াতে কোন ম্যাচ হয়নি। আমরা আশা করছি আগামীদিনে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএফইউজে’র নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, দিশারী ফুড এন্ড বেভারেজ এর ব্যবস্থাপনা পরিচালক ও সাহিত্য পত্রিকা অনুশীলন সম্পাদক এম রহমান সাগর। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এইচ আলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। সংগঠনের প্রতিষ্ঠাকালিন সভাপতি রাহাত রিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সংগঠনের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল, শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তরা হলেন, বগুড়া জেলার সাবেক ফুটবলার শেখ আখতার হোসেন হিরু, আব্দুল বাছেদ, সাঁতারু মিতু আকতার, ক্রীড়া সংগঠক জামিলুর রহমান জামিল, সাবেক ভারোত্তোলক (মরণত্তোর) নার্গিস মির্জা, স্ব সংগঠনের সম্মাননা অর্জন করেন প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক শামীম আলম, প্রতিষ্ঠাকালিন সহ সাধারণ সম্পাদক এইচ আলিম।