বগুড়ায় আল- আযহার বৃত্তির ফলাফল প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৫ ১৭:৩৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৪ বার।

শতদল সমাজ কল্যাণ সংস্থা (সুক) যার রেজিঃ নং ৬৯৩/২০০১ এর অঙ্গ প্রতিষ্ঠান আল-আযহার একাডেমি, বগুড়া কর্তৃক পরিচালিত আল আযহার বৃত্তি প্রকল্প এর চেয়ারম্যান  সেলিম রেজা, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর হোসাইন সহ সকল পরিচালকদের উপস্থিতিতে বৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়। উক্ত ফলাফল নিম্নরূপ- প্রথম শ্রেণি (ট্যালেন্টপুল- ১১৭৩৪, ১১১৩৫, ১৫১০, ১১২৬২, ১১০৯১ = ৫জন, সাধারণ- ১১৭৩৩, ১০৩৫, ১১৭৪১, ১১৭৬১, ১০৫৬, ১১৭১৫, ১০২৮, ১১২৯২= ৮ জন ও প্রতিষ্ঠান কোঠা- ১১১৫৭, ১১১৭৫, ১১০৯৪, ১৭০৭= ৪জন), দ্বিতীয় শ্রেণি (ট্যালেন্টপুল- ২১৭২৩, ২০৯০, ২১৭২৪ = ৩জন, সাধারণ- ২০৩১, ২০৪৬, ২০৪৮, ২১২৬৯, ২০৩৩, ২০০৬, ২২০৩ = ৭জন ও প্রতিষ্ঠান কোঠা- ২১৭১৯, ২১০২৫, ২০৪৪, ২১৮২৬, ২১২৬৪, ২১৩৩৮= ৬জন), তৃতীয় শ্রেণি (ট্যালেন্টপুল- ৩০০২, ৩১৭০৭, ৩০২৩, ৩১০৫৮, ৩১২২৫, ৩১১৯০= ৬জন, সাধারণ- ৩১৭৫৫, ৩০৫৫, ৩০০৫, ৩১০১৬, ৫১০৫= ৫জন ও প্রতিষ্ঠান কোঠা- ৩১৭৫২, ৩০২৬, ৩১৭৫৪, ৩১৯২৮, ৩১০৫৫, ৩৩৩৬, ৩৩৩৪, ৩১০৮৬, ৩১১৯৫, ৩১২০৫, ৩৩৫৬= ১১জন), চতৃর্থ শ্রেণি (ট্যালেন্টপুল- ৪১০৯৯, ৪০৮১, ৪১৯৩৩, ৪১১৫০= ৪জন, সাধারণ- ৪১৯৩৪, ৪১১৩২, ৪১০৪৯, ৪১৩৫৭= ৪জন ও প্রতিষ্ঠান কোঠা- ৪০৬৩, ৪০৬৬, ৪১০৬৯, ৪১৭২১, ৪৩১৩, ৪১১৩৬, ৪৩৬৮, ৪৩৭১, ৪১২৩২, ৪৩৬৪, ৪১০৭৯, ৪৫১৫, ৪৩৬৭, ৪১১৪৯, ৪১৩০৯= ১৫জন) এবং ৫ম শ্রেণি (ট্যালেন্টপুল- ৫১৭৩৬, ৫০৯৫, ৫১৮৮৮, ৫১৭০৩, ৫০০১, ৫৭২১, ৫১১২= ৭জন, সাধারণ- ৫০৯৮, ৫০৯৬, ৫১৩৩২, ৫১৩০৬, ৫১৩৯১, ৫১১৬০= ৬জন ও প্রতিষ্ঠান কোঠা- ৫১৩২২, ৫১২৮২, ৫১২২৩, ৫০৮৮, ৫০৩০৬= ৫জন)= সর্বমোট ৯৬ জন ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হচ্ছে।