বগুড়ায় জিডির তদন্তে গিয়ে চা বিক্রেতার কাছে ঘুষ দাবির অভিযোগ
নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি
সাধারণ ডায়েরি (জিডির) তদন্তে এসে চা বিক্রেতার কাছে ১৩ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে বগুড়া জেলার নন্দীগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেনের বিরুদ্ধে।
ভুক্তভোগী চা বিক্রেতা মো: হানিফ নন্দীগ্রাম পৌর এলাকার কচুগাড়ীর বাসিন্দা। এ ঘটনায় তিনি ডাকযোগ বগুড়ার পুলিশ সুপার (এসপি) বরাবরে অভিযোগ করেছেন। সেই সাথে অভিযোগের অনুলিপি উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) রাজশাহী রেঞ্জ, স্বরাষ্ট্র উপদেষ্টা ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় বগুড়ায় প্রেরণ করেছে।
মো: হানিফ অভিযোগ করে বলেন, তার প্রতিবেশী মো: টুকু মিয়ার সাথে জায়গায় নিয়ে বিরোধের কারণে সে নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি তদন্তের রিপোর্ট পাঠানোর জন্য এএসআই আলমগীর হোসেন প্রথমে আমার কাছে থেকে তিন হাজার টাকা নিয়েছে। পরবর্তীতে ২৬/১১/২০২৪ইং তারিখে কোর্টে হাজিরা দেওয়ার পরে আবার তদন্তের কথা বলে আমার কাছে সে ১০ হাজার টাকা দাবি করে। আমি বলি আমি একজন চা বিক্রেতা এতো টাকা দিতে পারবোনা। তখন সে বলে আমার বিরুদ্ধে জিডির তদন্ত রিপোর্ট দিবে। এই জন্য আমি প্রতিকারের আশায় এই অভিযোগ দিয়েছি।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বলেন, হানিফের জিডির তদন্ত আমি করছি। তার কাছে থেকে কোন টাকা আমি নেইনি। কোন টাকার দাবিও করিনি।