বগুড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৫ ১১:৩৬ ।
প্রধান খবর
ঢাকা-বগুড়া মহাসড়কের কোচের ধাক্কায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছে। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শহিদুল ইসলাম রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিমে পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণ একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আল-আমিন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিহত হস্তান্তর করা হবে।
আরও পড়ুন