বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৫ ১০:৫৪ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৪৪৪ বার।

বগুড়ার ধুনট পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক বিপুল হাসানকে (৩০) আটক করে মারপিটের পর পুলিশে দেওয়া হয়েছে। তিনটি নাশকতার মামলায় গ্রেফতার এড়াতে তিনি বগুড়া শহরে অবস্থান করছিলেন।

 

 

বুধবার বিকালে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। ধুনট থানার ওসি সাইদুল আলম এ তথ্য দিয়েছেন।

 

 

পুলিশ ও এজাহার সূত্র জানায়, বিপুল হাসান ধুনট পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক। তিনি ধুনট সদরের পশ্চিমভরনশাহী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মাস্টারের ছেলে। গত ২০১৮ সালে ধুনটে বিএনপির সমাবেশে হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়। এছাড়া বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে আরেকটি নাশকতার মামলা হয়েছে।

 

গ্রেফতার এড়াতে বিপুল হাসান পলাতক ছিলেন। বুধবার বিকালে বগুড়া শহরে ঘোরাফেরা করার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে চিনতে পেরে আটক করেন। মারপিটের পর তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, ছাত্রলীগ নেতা বিপুল হাসানের বিরুদ্ধে তার থানায় দুটি রাজনৈতিক মামলা রয়েছে। তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেফতার দেখানোর পর তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হবে।