বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৫ ১৬:০৪ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৫৮৩ বার।

বগুড়ায় ভাঙচুর ও বিস্ফোরক আইনে মামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌণে আটটার দিকে শেরপুর উপজেলা গেইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তার আসামির নাম রবিন মন্ডল। তিনি শেরপুর পৌরসভার নয়াপাড়া এলাকার মৃত সুলতান মাহমুদের ছেলে এবং শেরপুর পৌর স্বেচ্ছােসেবক লীগের সমাজকল্যাণ সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক। 

 

 পুলিশের এই কর্মকর্তা জানান,  ২ নভেম্বর দায়ের করা ভাংচুর ও বিস্ফোরক মামলার আসামি রবিন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে৷