সতীর্থ'৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তিতে বগুড়ায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া জিলা স্কুলের এসএসসি ১৯৯৫ ব্যাচের (সতীর্থ'৯৫) ৩০ বছর পূর্তিতে শুক্রবার স্কুল প্রাঙ্গণে ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করে।
এদিন সকালে জিলা স্কুল থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সামনে ব্যান্ড পার্টির বাদ্যে প্রাক্তন শিক্ষার্থী রা নাচতে শুরু করেন। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, ইভেন্ট, স্মৃতিচারণ, পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সতীর্থ'৯৫ ব্যাচের শিক্ষার্থী শান্তনু, রোজেন, ডিউ, জনি, আরিফ, গোর্কি, রাসু বলেন, বিদ্যালয়ের ফেলে আসা দিনগুলো আজও আমাদের স্মৃতিপটে ভেসে বেড়ায়। তাই সময়ের স্রোতে ও পেশাগত জায়গায় আমরা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছি। দেশের অনেক বড় বড় পদে আসীন হলেও বিদ্যালয়ের আমরা সেই ক্লাশে আজ ফিরে এসেছি। আমরা ৩০ বছর আগে এসএসসি পাশ করেছি। এবার তারই ৩০ বছর পূর্তিতে শতাধিক বন্ধু একত্রিত হতে পেরে আনন্দিত। আগামীতে সতীর্থ'৯৫ বন্ধুদের পথচলা আরও সুদৃঢ় হবে।