এক ক্যাচ ধরেই দর্শকের পকেটে কোটি টাকা!
পুণ্ড্রকথা ডেস্ক
শিরোনাম পড়ে মনে প্রশ্ন জাগতে পারে, ‘এক ক্যাচ ধরে কিভাবে মিলবে কোটি টাকা— এটা কি জুয়া নাকি মজা?’ আদপে ওসব কিছু না। ঘটনা সত্যি, তবে জুয়া নয়। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ-২০ ২০২৫ সালের প্রথম ম্যাচেই মিলেছে এমন ঘটনা। গ্যালারিতে বসা সানরাইজার্সের এক ভক্ত হুট করেই পেয়ে গেছেন বিশাল এক অর্থ।
নতুন সংস্করণ শুরুর দিনে সানরাইজার্স ইস্টার্ন কেপকে সমর্থন দিতে এসেছিলেন ওই সমর্থক। গ্যালারিতে তিনি যখন গলা ফাটাচ্ছিলেন তখন মাঠে তার দলের বোলারদের এদিক-সেদিক উড়িয়ে মারছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। এমআই কেপ টাউনের ব্যাটারের একটি ছক্কা উড়ে এসে ওই সমর্থকের হাতেও পড়ে। গ্যালারিতে নেওয়া বেবি এবি খ্যাত ব্রেভিসের সেই ছক্কায় আসা ক্যাচের মূল্যই কোটি টাকা।
প্রোটিয়াদের টি-টোয়েন্টি লিগের নিয়ম হচ্ছে, কোনো দর্শক যদি ব্যাটারের হাঁকানো ছক্কা একহাতে ক্লিন ক্যাচ ধরতে পারেন, তবে তাকে দক্ষিণ আফ্রিকার মুদ্রায় ২ মিলিয়ন ব়্যান্ড পুরস্কার দেওয়া হবে। শর্ত হচ্ছে ক্লিন ক্যাচ হতে হবে।
এক্ষেত্রে কিছু নিয়মও আছে, বল কোথাও লেগে প্রতিহত হলে চলবে না। অন্য কারও হাতে বা নিজের শরীরের অন্য কোথাও লাগার পরে বল তালুবন্দি করলেও আসবে না পুরস্কার। এমনকি একাধিকবারের চেষ্টায় ধরা অথাৎ জাগলিং ক্যাচও পুরস্কারের জন্য বিবেচিত হবে না। সানরাইজার্সের ওই সমর্থক সব শর্ত মেনেই যেন ক্যাচটা ধরেছিলেন।
পুরস্কার হিসেবেও তার মিলিছে দুই মিলিয়ন র্যান্ড, যা বাংলাদেশি মুদ্রায় কোটি টাকার ওপরে। আসর উদ্বোধনীর ওই ঘটনার ভিডিও এক্সে প্রকাশ করেছে এসএ২০। তারা ভিডিওর ক্যাপশনে লিখেছে, বেটওয়ে ক্যাচের প্রথম দুই মিলিয়ন পুরস্কারের প্রাপক পেয়ে গেছে। পরের জন কে?