দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে হারল ব্রাজিল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ ১৯:২২ ।
খেলাধুলা
পঠিত হয়েছে ১০ বার।

মাত্র দিন দুয়েক আগে দক্ষিণ কোরিয়ার জালে গোল উৎসব করেছিল ব্রাজিল। কিন্তু জাপানের বিপক্ষে এসে বড় ধাক্কা খেল দলটি। দুই গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল।

মঙ্গলবার বিকেলে জাপানের আমিনোমোতো স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মাঠে নামে জাপান ও ব্রাজিল। ম্যাপে ব্রাজিলের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল  জাপান।

এদিন ম্যাচের ২৬তম মিনিটে দলকে প্রথম লিড এনে দেন ডিফেন্ডার পাউলো হেনরিক। ওয়ান-ওয়ান খেলে ব্রুনো গিমারেজের বল ধরে জালে পাঠান তিনি। 

এরপর ৩২তম মিনিটে পাকুয়েতার ফাঁকায় বাড়ানো বল ধরে ব্যবধান ২-০ করেন আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। 

ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল জাপান, ১৯ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে তিনবার বল পাঠিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। জাপানের হয়ে গোল তিনটি করেছেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াশি উয়েদা। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি আনচেলত্তির দল।