দীর্ঘ অপেক্ষার পর বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট
পুণ্ড্রকথা ডেস্ক
প্রায় ১৬ বছর পর বয়সভিত্তিক পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ায়। পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। বৃহস্পতিবার সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। ম্যাচগুলো হবে বগুড়া ও রাজশাহীতে।
সূচি অনুযায়ী আগামী ২০ অক্টোবর ঢাকায় পা রাখবেন আফগান যুবারা। দলটি সেদিনই বগুড়ায় যাবে। ২৮ ও ৩১ অক্টোবর সেখানে প্রথম দুটি ওয়ানডে হবে। সর্বশেষ সেখানে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৯ সালের ২০ নভেম্বর। মব মিলিয়ে শহীদ চান্দু স্টেডিয়ামে ২৮ অক্টোবরের ম্যাচ দিয়ে প্রায় ১৬ বছর পর বয়সভিত্তিক পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বগুড়ায়।
তবে কোনো বিদেশি দল বগুড়ায় সর্বশেষ খেলেছে ২০১০ সালে। ওই বছরের মে মাসে শহীদ চান্দু স্টেডিয়ামে দুটি ৫০ ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছে বিসিবি একাডেমি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) একাডেমি দল।
আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে বাংলাদেশ যুবাদের শেষ তিন ওয়ানডে আগামী ৩, ৬ ও ৯ নভেম্বর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়ার কথা আফগান যুবাদের।
সিরিজ সামনে রেখে বর্তমানে রাজশাহীতে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।