বগুড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি
লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বগুড়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা বিএনপির কর্মসূচীর অংশ হিসাবে ১০ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা নামজ শেষে বগুড়া শহরের সুত্রাপুর সাতানী জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির নেতা সামসুল হক রোমান, শহর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহাবুব হোসেন লেমন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ, বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জর্জ, সাধারণ সম্পাদক সুমন, যুগ্ন মহাসচিব খালদুন বীন শহীদ, ছাত্রদল নেতা আরেফিন খালিদ, মহিদুল বারী মুন্না, সাকাওয়াত হোসেন সাখা, শান্ত, রনি ভিকু।