কাহালুর মুরইল ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা জলিলের মৃত্যু

কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৫ ১৮:০০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৬ বার।

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুল জলিল (৬৫) মারা গেছেন। রোববার (১২ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে বগুড়া টিএমএসএস মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জলিল মুরইল সুবইল গ্রামের মৃত আঃ রহমানের পুত্র। এছাড়াও তিনি মুরইল সিনিয়র আলীম মাদ্রাসার শিক্ষক, মুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুরইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পদে ছিলেন।

 

মুরইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ ছালমা খাতুন এই তথ্য নিশ্চিত করে বলেছেন রোববার রাত সাড়ে ৭টার দিকে  মুরইলে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।