৯৫০তম পাক্ষিক সাহিত্য আসর উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবিতাসন্ধ্যা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৫ ১৮:০৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া লেখক চক্রের ৯৫০তম পাক্ষিক সাহিত্য আসর উপলক্ষে আয়োজন করা হয় কবিতাসন্ধ্যা ও আলোচনা সভার। গত শনিবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত কবিতাসন্ধ্যা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।

কবিতাসন্ধ্যায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি শাকিবুল শাকিল, কবি প্রিয়ম পলাশ, কবি শাহাদত হোসেন, কবি মাহমুদ কাওছার, কবি হিরুণ্য হারুন, স্বপন, কবি সিকতা কাজল, কবি মাহবুব টুটুল, কবি মুনসুর রহমান তানসেন, কবি আমির খসরু সেলিম, কবি ওয়ায়েজ রেজা ও কবি ইসলাম রফিক।

আলোচনা পর্বে পূর্ব নির্ধারিত বিষয় কবি বিনয় মজুমদার, কবি বকুল আশরাফ, কবি মারুফ আহমদ নয়ন, পল্লী কবি জসিম উদিদন এবং কথাসাহিতিক মঞ্জু সরকার এর বই নিয়ে আলোচনা করেন কবি ওয়ায়েজ রেজা, কবি সিকতা কাজল, কবি মাহমুদ কাওছার, কবি সাহানা আক্তার, কবি শাকিবুল শাকিল এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল। আসর শেষে সকল কবিকে শীতের পিঠার মাধ্যমে আপ্যায়ন করা হয়।