বগুড়ায় এসআর গ্রুপের এমডি বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে এসআর গ্রুপের এমডি ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী’র অফিসিয়াল ফেজবুক পেজ উদ্বোধন করা হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার দুপুরে ফুড ভিলেজ প্রাঙ্গণে এই পেজের উদ্বোধন করেন আসিফ সিরাজ রব্বানীর পিতা শেরপুর-ধুনট এলাকার সাবেক সংসদ সদস্য ও এসআর গ্রুপের চেয়াম্যান গোলাম মোহাম্মদ সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ শহীদ, গোলাম মাহবুব প্যারিস, সিইও শাহ মোহাম্মদ জনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহবায়ক শাহাবুল কুরিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া মাসুদ, সবায়দুল ইসলাম, স্বোচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার আহম্মেদ কলিন্স, সোহাইব আহম্মেদ চপল, আলমগীর হোসেন, ছাত্রনেতা আরমান প্রমুখ।