বগুড়ায় ২৭ কোটি টাকার ঋণ খেলাপি ব্যবসায়ী তারিকুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৫ ২২:০২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২০১ বার।

ইসলামী ব্যাংক পিএলসি বগুড়া বড়গোলা শাখার প্রায় ২৭ কোটি টাকার ঋণ খেলাপির দু’টি মামলায় বড়গোলার রড-সিমেন্ট ব্যবসায়ী তারিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদেরভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদর থানা পুলিশের একটি দল শহরের ফুলবাড়ীতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ঋণ খেলাপির দু’টি মামলায় এক বছর করে জেল-জরিমানার রায় দেন আদালত। তিনি বড়গোলা মেসার্স মোল্লা এন্ড সন্স’র স্বত্বাধিকারী ও শহরের ফুলবাড়ী মধ্যপাড়ার আব্দুল হান্নান চাঁনের ছেলে। আজ বুধবার (১৫ জানুয়ারি) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


ইসলামী ব্যাংক পিএলসি বড়গোলা শাখার এফএভিপি ম্যানেজার (অপারেশন) ফেরদৌস জামান জানান, ২০১২ সালে ঋণ গ্রহণকারী তারিকুল প্রায় পৌণে ২৭ কোটি টাকা ঋণ খেলাপি হন। পরে মামলা দায়ের করা হলে আদালত দু’টি মামলায় এক বছর করে জেল ও অর্থদন্ড প্রদান করেন।