জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপিই ক্ষমতায় যাবে, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী-মীর শাহে আলম

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫ ১৯:৩৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৮ বার।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেছেন, বিএনপি বাংলাদেশের গণমানুষের সবচেয়ে জনপ্রিয় দল। জনগণকে সাথে নিয়েই মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া বিএনপি গঠন করেছিল। সরকারে এসেও শহীদ জিয়া জনমুখী কাজ করে সবচেয়ে জনপ্রিয় দলে বিএনপিকে পরিণত করেছিলেন। এরপর দেশমাতা বেগম খালেদা জিয়া ও বর্তমানে তারুণ্যের অহংকার তারেক রহমান হাল ধরে বিএনপিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছেন। ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছর নানা জুলুম নির্যাতন চালিয়েও জনপ্রিয় ঐক্যবদ্ধ বিএনপিকে ধ্বংস করতে পারেনি। হাসিনা যত জুলুম চালিয়েছে, বিএনপি ততই ঐক্যবদ্ধ হয়েছে। যেখানে হাসিনার মতো স্বৈরাচার পারেনি, সেখানে নতুন করে কোন ষড়যন্ত্র কাজে আসবে না।  জনগনের ম্যান্ডেট নিয়ে বিএনপিই ক্ষমতায় যাবে এবং জনতার প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। 


তিনি আরো বলেন, এত জুলুম-নির্যাতন সহ্য করা হলো যে ভোটাধিকারের জন্য। সেই ভোটের অধিকার এখনও আমরা ফিরে পাইনি। বিএনপির এ আন্দোলন অব্যাহত আছে, সুষ্ঠ নির্বাচন না হওয়া পর্যন্ত ভোটাধিকারের আন্দোলন অব্যাহত থাকবে। 


এসময় তিনি জামায়াতে ইসলামীর উদ্দেশ্য বলেন, বেগম খালেদা জিয়ার বদান্যতায় আপনাদের নেতাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন। তাই বিএনপির বিরুদ্ধে অন্যায় সমালোচনা না করে জনগণের কাতারে আসুন। 


বিএনপিকে সুশৃঙ্খল দল দাবি করে তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ সংস্কারে ৩১ দফা প্রণয়নসহ ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, ফার্মারস কার্ড, চিকিৎসা কার্ডসহ জনগণের জন্য নানা উন্নয়ন করবেন।


বুধবার (১২ মার্চ) বগুড়ার শিবগঞ্জ উপজলার বুড়িগঞ্জ ইউপির পঞ্চদাস উচ্চ বিদ্যালয়ের মাঠে বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 


ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীসহ তিন হাজারের বেশি সাধারণ জনতা অংশগ্রহণ করেন। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।


বুড়িগঞ্জ ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্র কমিটির সকল সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সন্মানে আয়োজিত ইফতার মাহফিল বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাব্বর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম,  সাংগঠনিক সম্পাদক আবু তাহের  সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আফছার আলী, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোকছেদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান।


ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম ইদ্রিস আলী, সমবায় বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক মুকুল, যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান,  উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ যোবায়ের, সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া, সাংগঠনিক সম্পাদক সামিউল আলম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান বুলেট, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক শামীম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি,  সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী,  যুগ্ম সাধারণ সম্পাদক জনি মন্ডল, তাঁতী দল সাধারণ সম্পাদক আবু বক্কর,  মহিলা দল নেত্রী মিনারা বেগম, ফাইমা আক্তার, খাদিজা আক্তার, শ্রমিক দল নেতা রেজাউল, মিজানুর রহমান, এজাজুল, সাইফুল, মৎস্যজীবী দল নেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মীর মুন, সাংগঠনিক সম্পাদক তারেক মিলু, সহ-সভাপতি আল রাহী, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারণ সম্পাদক সাকিব হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, যুবদল নেতা সাগর, কাওসার, ছাত্রদল নেতা রাফি, নাসির প্রমুখ।