বগুড়ার সারিয়াকান্দিতে বোহাইল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ
স্টাফ রিপোর্টার
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা, ৩৬ বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম।
উক্ত কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানূর রহমান রেন্টু, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন ছনি, সারিয়াকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম পিন্টু, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, বোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলম বাদশা, সাবেক মেম্বার রেজাউল, ছাত্রদের যুগ্ম সাধারণ সম্পাদক নিপ্পন মন্ডল বাবুল, বোহাইল ইউনিয়ন বিএনপির নেতা শফিক খান, সারিয়াকান্দি উপজেলার ছাত্রদের সহ-সভাপতি শাওন ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।