সংবাদপত্র জগতে ফটোসাংবাদিকদের ভূমিকা অনেক বেশি-রেজাউল করিম বাদশা
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, সংবাদপত্র জগতে ফটোসাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। ফটো সাংবাদিকরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। ছবি তুলতে গিয়ে অনেক সময় তাদেরকে লাঞ্ছিত হতে হয়। কোন কোন সময় তাদের ক্যামেরা ছিনতাই ও ক্যামেরা কেড়ে নেয়ার ঘটনাও আমরা দেখেছি। ফটোসাংবাদিকরা সবসময় সাহস নিয়ে ঝুঁকির মধ্যে কাজ করে যায়।
তিনি আরো বলেন, একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। ছবি যত সহজে ঘটনা এবং বিষয়বস্তুকে জীবন্ত করে তুলতে পারে, ভাষা তেমনভাবে পারে না। এই মূলমন্ত্রই ধারণ করেন একজন ফটো সাংবাদিক। দৃশ্যমান সত্য এবং সাহসী একেকটি ছবিই নিঃশব্দে একেকটি ঘটনার বর্ণনা দেয়। বগুড়ার ফটোসাংবাদিকরা অত্যন্ত সাহসী এবং দূরদর্শী। ছবির মাধ্যমে তারা সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরেন।
বাদশা বলেন, ফটোসাংবাদিকরা বিশ্বে চলমান পরিস্থিতি সম্পর্কে মানুষকে ধারণা দেয় এবং জনমত নির্ধারণ, বিপ্লব কিংবা প্রতিবাদকে গতিশীল করার ক্ষেত্রে দুর্দান্ত প্রভাব ফেলে।
গতকাল বুধবার বিকেলে শহরের স্থানীয় একটি হোটেলে বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার উল্লাহ আরিফের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য মীর্জা সেলিম রেজা, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, বীট মডেল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শাহাবুদ্দিন সৈকত, বগুড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোকাম্মেল রাজু, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেকুজ্জামান খান, সিনিয়র সাংবাদিক রেজাউল হাসান রানু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, মহসিন আলী রাজু, রেজাউল হক বাবু, মমিনুর রশিদ সাইন, রাহাত রিটু, আবুল কালাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সোহাগ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, বগুড়া স্পোর্টস রিপোর্টার এ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক এইচ আলীম, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন, প্রদর্শণী বিষয়ক সম্পাদক জাফর আহম্মেদ মিলন, কার্যনির্বাহী সদস্য সাবু ইসলাম, সদস্য শফিকুল ইসলাম শফিক, আসাফুদৌলা ডিউক, আব্দুস সালাম, বজলুর রশিদ সুইট, জিল্লুর রহমান, বিমু রহমান, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, ফিরোজ পশারী রানা, আল আমিন, কামরুল হাসান কমলসহ প্রমুখ।