বগুড়ায় ঈদে তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা নিয়ে শহীদ পরিবারের পাশে-আমরা বিএনপি পরিবার
স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এর নির্দেশনায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বগুড়া জেলায় শহীদ জুনায়েদ ইসলাম রাতুল ও সিয়াম হোসেন শুভ'র পরিবারের সাথে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবার এর প্রতিনিধি দল।
সোমবার দুপুর ২টায় বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের ঘোনপাড়া এলাকায় শহীদ রাতুল ও শহরের হাড্ডি পট্টি এলাকার শহীদ সিয়াম শুভ'র পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌছে দেন আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমন।
এসময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, ৭১ সালে পাকিস্তানিরা পরাজিত হওয়ার সময় যেমন বুদ্ধিজীবীদের কে গুলি করে হত্যা করেছে। তেমনি ভাবে জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়া পর্যন্ত গুলি চালিয়ে। ভবিষ্যতে জনগনের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় এলে সকল শহীদদের নামে রাস্তার নামকরন করা হবে বলেও ঘোষণা দেন।
এতে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের কো-অর্ডিনেটর সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, আমরা বিএনপি পরিবার এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, চিত্রনায়ক আদনান আজাদ, শেকৃবি ছাত্রদল সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদলের যগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদলের সহ সাধারন সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ, ভিকি প্রমুখ।