বগুড়ায় মারপিটের শিকার এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় এএসআই প্রত্যাহার
কাহালু( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালুতে মারপিটের শিকার হয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে জাহিদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির আত্মহত্যা করেছেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠায় কাহালু থানার এএসআই বেলাল হোসেনকে প্রত্যাহার করে নিয়ে বগুড়ার পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে উপজেলার শেখাহার তেলিপাড়ার আহম্মদের পুত্র জাহিদুল একাধিক বিয়ে করেন। কিছুদিন আগে এক স্ত্রী স্বামী তালাক করে কালাই ইউপির সাবেক মেম্বার নাসির উদ্দিনকে বিয়ে করেন। ঈদের দিন সোমবার (৩১ মার্চ) দুপুরে জাহিদুল পিলকুঞ্জ ঝাঁঝারপাড়া নাসিরের বাড়িতে গিয়ে সাবেক স্ত্রীর সাথে তর্কবিতর্ক করলে নাসির এএসআই বেলাল হোসেনকে খবর দিয়ে তার বাড়িতে ডেকে আনেন।
অভিযোগ উঠেছে বেলাল হোসেন সেখানে যাওয়ার পর জাহিদুল মারপিটের শিকার হয়ে বাড়িতে এসে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তার এই অবস্থা দেখে বাড়ির লোকজন তাকে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালে নিলে পরিস্থিত বেগতিক দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে জাহিদুলের লাশ নিজ বাড়িতে আনা হয়।
এব্যাপারে মোবাইল ফোনে কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এঁর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে এএসআই বেলাল হোসেনের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার সিনিয়র এস আই মাসুদ জানান, বগুড়া সদর থানার ম্যাসেজে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে কাহালু থানা পুলিশ।