বগুড়ায় স্বাধীনতা কনসার্ট 'সবার আগে বাংলাদেশ' এর ভেন্যু পরিদর্শন
প্রেস বিজ্ঞপ্তি
আগামী ১১ এপ্রিল বিকেল ৩ টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে স্বাধীনতা কনসার্ট "সবার আগে বাংলাদেশ" অনুষ্ঠিত হবে।
কনসার্ট সফল করার লক্ষ্যে আজ ২ এপ্রিল বুধবার বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন বিএনপির রাজশাহী ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড: একেএম মাহবুবর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আসাদুল হাবিব দুলু ভেন্যু পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখ সন্তোষ প্রকাশ করেন। তিনি কনসার্টকে আকর্ষনীয় করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে নির্দেশনা দেন।