বগুড়ায় ১৫ বছর পর বিএনপি ও জামায়াতের নেতাদের প্রকাশ্যে ঈদের নামাজ আদায়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫ ১৮:২৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৫ বার।

বগুড়া ১৫ বছর আওয়ামীলীগ সরকারের মামলা হামলায় আত্মগোপনে থাকার পর বিএনপি ও জামায়াতের নেতাদের প্রকাশ্যে ঈদের নামাজ আদায় করেছেন।

এক মাস সিয়াম সাধনার পর সোমবার (৩১মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তারা।। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বগুড়াতে ঈদুল ফিতরের নামাজে ছিলো মুসল্লিদের ঢল। দীর্ঘ প্রায় ১৫ বছর পর বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দদের প্রথম সাড়িতে ঈদের নামাজ আদায় করতে দেখা যায়।বগুড়ায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুত্রাপুর সেন্ট্রাল ঈদগা মাঠে। পবিত্র ঈদুল ফিতরে বগুড়ায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শহরের সূত্রাপুরে সকাল সাড়ে আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের এই জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। একই মাঠে নারীদের জন্য প্রথমবারেরমত বিশেষ ব্যবস্থায় ঈদের জামাত এর ব্যবস্থা গ্রহণ করেন জেলা প্রশাসন ও পৌরসভা।কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী।

এই মাঠে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ ঈদের জামাত আদায় করে বিএনপি ও জামায়াত নেতারা প্রায় ১৫ বছর পর এই মাঠে সামনের সাড়িতে নামাজ আদায় করেন।

জানা গেছে, সকাল পৌনে নয়টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ ঈদগাহ্ ময়দানে, সকাল সাতটায় আল-জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম জামিল মাদ্রাসা, সকাল সাড়ে সাতটায় সরকাবি আজিজুল হক কলেজ ময়দান (পুরোনো ভবন) ও চকলোকমান লতিফপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, সকাল পৌনে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে মালতিনগর ঈদগাহ ময়দান ও বৃন্দাবনপাড়া ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন মুসল্লিরা। মুলতকেন্দ্রীয় ঈদগাহ ময়দান ছাড়াও জেলাজুড়ে এবার ১ হাজার ৮০৩টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওজেলা বিএনপির সাধারন সম্পাদক আজগর তালুকদার হেনা, বগুড়ায় ১৫ বছর আওয়ামীলীগ সরকারের মামলা হামলায় আত্বগোপনে থাকার পর বিএনপি ও জামায়াতের নেতাদের প্রকাশ্যে ঈদের নামাজ আদায় করেছেন।