বগুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫ ১৬:০৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭৪ বার।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী সাখাওয়াত হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। বাঙালি জাতির এই বীর সন্তানকে শেষ বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন সকল শ্রেণি-পেশার মানুষ। 

 

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায় জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেনকে দাফন করা হয়। তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট শাহরিয়ার রহমান। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস-দল গার্ড অব অনার প্রদান করে।  

 

সোমবার (৩১ মার্চ) ঈদের দিনগত রাতে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে সমাহিত করার আগে শ্রদ্ধা জানাতে আসেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

 

শ্রদ্ধা জানাতে আসা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান সরকার বলেন, সদ্য প্রয়াত সাখাওয়াত হোসেন পল্লীগণ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা। তিনি আইনজীবী হিসেবেও সমাজের কল্যাণে কাজ করেছেন। মুক্তিযোদ্ধা সংসদে ছিলেন দায়িত্বশীল সদস্য। তার অবদান বাঙালি জাতি এবং এলাকার মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একাত্তরের সাহসী ভূমিকা, সততা ও সামাজিক কর্মকান্ড আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।