নন্দীগ্রামে সাবেক এমপি মোশারফ হোসেনের ঈদ শুভেচ্ছা বিনিময়
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫ ২১:১৯ ।
বগুড়ার খবর
বগুড়ার নন্দীগ্রামে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদ পরর্বতী শুভেচ্ছা বিনীময় করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো: আলেকজান্ডার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবীসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন