বগুড়ায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জে একটি সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন কানাইপুকুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো: রহিম। তিনি শিবগঞ্জ উপজেলার কুড়াহার কাঁঠালকুশি এলাকার মো: মমতাজের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রাকিব হোসেন।
বাদী সুইট চন্দ্র মন্ডল গত ৪ এপ্রিল শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। এজাহারে তিনি জানান, ৪ এপ্রিল দুপুর দেড়টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত, তাদের মধ্যে মোঃ রহিমসহ অন্যান্য অজ্ঞাতনামা আসামীরা তার বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির মেইন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, বাদী ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করে এবং বাড়ির বিভিন্ন স্থানে ভাংচুর চালায়। এ সময় তারা বাদীর শয়নঘরের আলমারী থেকে ৮/১০ ভরি স্বর্ণালংকার এবং ব্যবসায়িক কাজে রাখা নগদ ৬ লাখ টাকা লুট করে নেয়। পরে তারা বাদীর খড়ের পালায় অগ্নিসংযোগ করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা (মামলা নং-০১, তারিখ-০৪ এপ্রিল ২০২৫) দায়ের করা হয়। সেই মামলার পরপর আসামিদের ধরতে অভিযান শুরু করে পুলিশ।
এ বিষয়ে ইন্সপেক্টর রাকিব হোসেন বলেন, "তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।"