নন্দীগ্রামে সাবেক এমপি মোশারফের হরিবাসর সভা পরিদর্শন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫ ১৫:৫৯ ।
বগুড়ার খবর
বগুড়া-৪ (কাহালু - নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, এদেশে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করছি। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই তাই এক সঙ্গে মিলেমিশে আগামীর জন্য আরো ভালো কাজ করতে চাই। বিগতদিনে দুঃসময়ে বিএনপি আপনাদের পাশে থেকেছে আগামীতেও থাকবে।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বৃন্দাবনপাড়া রাধাগোবিন্দ মন্দির ও পৌর এলাকার কালিকাপুর রাধাগোবিন্দ মন্দিরের হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সেসময় উপজেলা বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীসহ দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন