গাজায় গণহত্যার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের সংহতি
স্টাফ রিপোর্টার
গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ঘোষিত গ্লোবাল স্ট্রাইকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী সোমবার, ৭ এপ্রিল ২০২৫ তারিখে বিশ্বব্যাপী অনুষ্ঠিতব্য প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দিনটিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজায় চলমান মানবিক বিপর্যয় ও গণহত্যা প্রতিনিয়ত অসংখ্য নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। এই প্রেক্ষাপটে পুন্ড্র বিশ্ববিদ্যালয় মানবতার প্রতি দায়বদ্ধতা থেকে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছে। এদিন ক্লাস, পরীক্ষা ও ল্যাবসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শুধু জ্ঞান বিতরণই নয়, বরং ন্যায়বিচার, মানবতা ও মানবাধিকার রক্ষায় সোচ্চার হওয়াও তাদের দায়িত্ব। গাজায় নিরীহ মানুষের ওপর নৃশংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে অবস্থান জানাতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এই কর্মসূচির প্রতি সম্পূর্ণ সংহতি জানানো হয়েছে।