বগুড়ায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগে মামলা: গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে আবারও হামলা
স্টাফ রিপোর্টার
বগুড়া সদর উপজেলার সাবগ্রামের চান্দপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও শ্লীলতাহানির অভিযোগে তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে জামিনে বের হয়ে আবারও ওই বাড়িতে হামলা চালায় আসামিরা। অন্য আসামিরা হলেন- জাহাঙ্গীরের ভাই সাগর আলী এবং জাহাঙ্গীরের স্ত্রী রোকসানা পারভীন বনি।
মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে সাবগ্রাম এলাকার আনোয়ার হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত ৩ এপ্রিল দুপুরে আসামিরা আনোয়ার হোসেনের বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরদিন ৪ এপ্রিল বিকেলে আনোয়ার হোসেনের স্ত্রী বাড়ির সামনে অবস্থানকালে এক নারী আসামি তার মুখে মরিচের গুঁড়া ছুঁড়ে দিয়ে গলায় চাপ দিয়ে হত্যার চেষ্টা করে। পরে সবাই মিলে পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে তার স্ত্রীকে মারধরের চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ওইদিন সন্ধ্যায় আনোয়ার হোসেন ও তার মেয়ে বাসার সামনে অবস্থানকালে ফের হামলার চেষ্টা চালানো হয়। দুইজন আসামি বাড়ির গেট ভাঙার চেষ্টা করে এবং ভেতরে ঢুকে তার মেয়ের শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে ভুক্তভোগীদের চিৎকারে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর জাহেদুল ইসলাম বলেন, 'মামলা দায়েরের পর ৭ এপ্রিল প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। পরে আবারও আসামিরা বাড়ি ঘরে হামলার অভিযোগ পেয়েছি। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।