বগুড়ায় কৈগাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫ ১৮:৪৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩ বার।

বগুড়ার পৌরসভার ১৩নং ওয়ার্ডের কৈগাড়ি পূর্বপাড়ায় সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামী। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৪টায় বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ১৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর মতিয়ার রহমান, নায়েবে আমীর  সাহেব আলী, সেক্রেটারী আবু সুফিয়ান পলাশ, মাওলানা আমানুল্লাহ, রেজাউল করিম প্রমুখ।

 

পরিদর্শন শেষে শহর জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এর আগে বাদ জোহর শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মালগ্রামে অসুস্থ্য ইব্রাহিমের বাসায় যান ও পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারকে চিকিৎসা সহায়তা প্রদান করেন।