বগুড়ায় পুলিশের ওপর হামলা: ১৪ আসামি কারাগারে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ ২৪:২১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২০৭ বার।

বগুড়ায় পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ১৪ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর থানা-পুলিশ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠায়। এর আগে বুধবার রাতে শহরের দত্তবাড়ি ব্রিজ ও চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

কারাগারে পাঠানো আসামিরা হলেন আল আমিন ব্যাপারী, রোহাস ইসলাম, তানজিল ইসলাম, তৌহিদ ইসলাম, মোস্তাক আলী, শাহিন, আবদুল মজিদ, সেলিম, তোতা, রনি, সবুজ ব্যাপারী, হামেদুল, পাইলট ও জুম্মান। তাঁরা সবাই বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা।

 

 

বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জুবায়েদ হোসেন বলেন, গ্রেপ্তার ১৪ জনই ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির চার পুলিশ সদস্যের ওপর হামলা মামলার আসামি।

 

পুলিশ সূত্রে জানা যায়, একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে গত মঙ্গলবার রাতে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আবদুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্য আহম্মেদ আলী, মিলন ও আনোয়ার কালীতলা এলাকায় যান। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় এসআই আবদুর রহমান বাদী হয়ে ৯০ জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার ১৪ আসামিকেই কারাগারে পাঠানো হয়েছে।