বগুড়ায় বৈশাখী মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ দর্শনার্থী
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় বৈশাখী মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হয়ে উপভোগ করছেন মেলায় আগত দশনার্থীরা। বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের এডওয়ার্ড পৌর পার্কে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বৈশাখী মেলায় গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।
জানা যায়, বগুড়া জেলা জাসাসের আয়োজন এবারই প্রথম বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। শতাধিক নানা ধরনের প্রায় ২০০ স্টল নিয়ে পহেলা বৈশাখ থেকে মেলা চলছে। বৃহস্পতিবার বিকেলে বৈশাখী মেলা মঞ্চে স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর শিল্পীরা বৈশাখী সংগীত পরিবেশন করে। সংগঠনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আসাদুর রহমান খোকনের পরিচালনায় বৈশাখী গান পরিবেশন করেন সংগঠনের শিল্পী রেজা, স্মৃতি, আব্দুল ওহাব, বাপ্পী, জনি, মেহেদী, রেদোয়ান, রুবেল, রাজ, শিবলী, মুক্তা ও সীমান্ত।
জাসাস বগুড়া জেলা শাখার আহবায়ক ওয়াহিদ মুরাদ জানান, জাসাস বগুড়া জেলা শাখা এবার বর্ণিল আয়োজনে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর বগুড়ায় জাসাস এই মেলার আয়োজন করবে। প্রতিদিন বৈশাখী মেলায় আগত দর্শনার্থীদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বগুড়ার প্রথিতযশা সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নিচ্ছে।