নির্বাচন নিয়ে টালবাহানা করলে বিএনপি মেনে নিবে না: অ্যাড. আব্দুল ওহাব
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল ওহাব বলেছেন, নির্বাচন নিয়ে কোন টালবাহানা করলে বিএনপি তা মেনে নিবে না। এ জন্য নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই। গণতন্ত্র উদ্ধারে বিএনপি ১৬ বছর রাজপথে ছিল। প্রতিটি রাজনৈতিক দলসহ দেশের জনগণ চায় দ্রুত নির্বাচন। আগামী ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন না দিলে গণতন্ত্র বিপন্ন হবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল চারটায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের বিহার হাই স্কুল মাঠে ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল করিম উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক একেএম ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, উপজেলা কৃষকদলের সভাপতি ও বিহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন, ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুল ইসলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি রুবেল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার হাসান শাওন, মহিলা দলনেত্রী মিনারা বেগম, খাদিজা খাতুন, জাহানারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মিম আক্তার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জেলার হোসেন বাপ্পি, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, সিনিয়র সহসভাপতি হৃদয়, যুগ্ম সম্পাদক বুলেট হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া, উপজেলা যুবদল নেতা গোলাপ হোসেন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব হাসান, ইউনিয়ন যুবদল নেতা মইনুল হাসান নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুক, নজরুল ইসলাম, শাহিনুর ইসলাম, গোলামসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।