বগুড়ায় পৌর পার্ক থেকে কিশোর অপহরণ: তিন অপহরণকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫ ২০:০৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৬৯ বার।

বগুড়ায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে নেমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার বিশেষ অভিযানে তিনজন আসামিকে গ্রেফতার করেছে। সকাল সাড়ে ৯টায় কানছগাড়ী এলাকার সন্ধানী ফার্মেসীর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ভুক্তভোগীর মোবাইল ও নগদ দেড় হাজার টাকা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন— শহরের কানছগাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত বুদু প্রামানিকের ছেলে মো: মুরাদ (২৪), মোস্তফার ছেলে মো: রাকিব ওরফে বগা (২০), এবং মনছুর রহমানের ছেলে মো: মাইনুর ইসলাম (২০)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইন্সপেক্টর রাকিব হোসেন। 

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ৭ এপ্রিল ২০২৫ বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া শহরের পৌর পার্কের গেট থেকে মাশরুক নামে এক কিশোরকে সিএনজিযোগে অপহরণ করে একদল দুর্বৃত্ত। অপহরণকারীরা তাকে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দেওয়ায় তারা মাশরুককে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার বন্ধুদের কাছ থেকে বিকাশে ১৫ হাজার টাকা এবং মাশরুকের ব্যবহৃত একটি VIVO S1 মডেলের মোবাইল ফোন হাতিয়ে নেয়। রাত সাড়ে ১১টার দিকে অপহরণকারীরা তাকে ছেড়ে দিলে মাশরুক অসুস্থ অবস্থায় সেউজগাড়ীতে খালার বাসায় গিয়ে ওঠে। এ ঘটনায় পরদিন ৮ এপ্রিল বগুড়া সদর থানায় মাশরুকের মা আয়েশা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন (এফআইআর নং-১৫, জিআর নং-২৪৮/২০২৫; ধারা- ৩২৩/৩৬৫/৩৮৫/৩৮৬/৫০৬)।

 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, 'ঘটনাটি জানার পর আমরা দ্রুত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে অভিযানে নামা হয়। মূলত অপহরণকারীরা পেশাদার চক্রের সদস্য না হলেও তারা পরিকল্পিতভাবে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিল। আমরা অভিযানে গিয়ে ভিকটিমের মোবাইল ফোন ও মুক্তিপণের একটি অংশ উদ্ধার করেছি। গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বাকি জড়িতদের শনাক্তে আমাদের অভিযান চলমান রয়েছে।”