এসএসসিতে বগুড়ায় গত বছরের তুলনায় ১৮৭৯ পরীক্ষার্থী কমেছে
অরুপ রতন
কাল বুধবার (১০ এপ্রিল) থেকে সারাদেশের মতো বগুড়াতেও একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে যাবতীয় প্রস্তুতি। প্রস্তুত শিক্ষার্থী, প্রস্তুত কেন্দ্র—সব অপেক্ষা শুধু ঘণ্টা বাজার। বগুড়ায় গত বছরের তুলনায় প্রায় দুই হাজার পরীক্ষার্থী এবার কম পরীক্ষা দিবে। এর পাশপাশি গেল বছরের চেয়ে তিনটি কেন্দ্রও কমেছে এ জেলাতে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর বগুড়ায় ৭৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৩ হাজার ৫৮৯ জন। এর মধ্যে এসএসসিতে ৩৩ হাজার ২৬৫ জন, দাখিলে ৭ হাজার ২৩০ জন এবং ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩ হাজার ৯৪ জন শিক্ষার্থী। গত বছর ৮০টি কেন্দ্রে ৪৫ হাজার ৪৬৮জন পরীক্ষায় অংশ নিয়েছিল। গত বছরের তুলনায় এবার এক হাজার ৮৭৯জন পরীক্ষার্থী কমেছে।
এসএসসিতে ৪১টি কেন্দ্রে পরীক্ষার্থী ১৭ হাজার ৫২৮ জন ছাত্র ও ১৫ হাজার ৭৩৭ জন ছাত্রী। দাখিল পরীক্ষা ১৯টি কেন্দ্রে—৩ হাজার ৭২৬ জন ছাত্র ও ৩ হাজার ৫০৪ জন ছাত্রী অংশ নিচ্ছেন। আর ভোকেশনাল পরীক্ষা হবে ১৭টি কেন্দ্রে, যেখানে ছাত্র ২ হাজার ২৭৮ জন এবং ছাত্রী ৮১৬ জন।
নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের কোচিং সেন্টার। পরীক্ষা চলাকালে কেন্দ্রসংলগ্ন এলাকায় ফটোকপি মেশিনও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। পরীক্ষার্থীদের অবশ্যই ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। গুজব, প্রশ্নফাঁস বা অসদুপায় অবলম্বন করলে কঠোর শাস্তির কথা বলা হয়েছে শিক্ষা বোর্ডগুলোর জারি করা নির্দেশনায়। প্রয়োজনে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এবং ২০২৫ সালের পরীক্ষানীতিমালার আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানিয়েছেন, 'পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। ভিজিলেন্স টিম গঠন করে সার্বিক মনিটরিং করা হবে। পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে।'