বগুড়ার শেরপুরে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে জামায়াতের সমাবেশ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫ ২৩:৫০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বেলা দশটায় শহরের হামছায়াপুর এলাকাস্থ উপজেলা জামায়াতের সম্মেলন কক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ দবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি  মাওলানা মানছুরুর রহমান।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী গত শুক্রবার (১১এপ্রিল) থেকে আগামি ২৫এপ্রিল পর্যন্ত দাওয়াতী পক্ষ পালন উপলক্ষ্যে দিক নির্দেশনা ও স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত গ্রহণ করা হয় ওই অনুষ্ঠানে।

এতে প্রধান অতিথির বক্তৃতায় জেলা জামায়াত নেতা মানছুর রহমান বলেন, তৃণমূলের জনশক্তিই  সংগঠনের প্রাণশক্তি। তৃণমূল সংগঠন মজবুত হলে সংগঠন মজবুত হবে। তাই প্রতিটি পাড়া-মহল্লার ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত  পৌঁছে দেওয়ার জন্য আহবান জানান। এই কাজটিই ছিল নবী-রাসুলদের। যা বাস্তবায়ন করা প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রকারআন সুন্নাহর ভিত্তিতে একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চান। আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে দলটি। এই  মেসেজটি জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতিআহবান জানান তিনি ।

সমাবেশে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নাজমুল হক, রাজনৈতিক  সেক্রেটারি রেজাউল করিম বাবলু, সহকারি সেক্রেটারি আনিছুর রহমান, শফিকুল ইসলাম, শাহীন আলম ও অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, বজলুর রহমান, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হক, প্রচার সেক্রেটারি ইফতেখার আলম, পৌর শাখার আমীর আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন।