বগুড়ায় অসুস্থ বিএনপির নেতার খোঁজ নিলেন সাংবাদিক কালাম আজাদ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫ ১৯:০৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৭ বার।

নন্দীগ্রাম উপজেলার পাঁচ নম্বর ভাটগ্রাম ইউনিয়নের বিএনপির নেতা মতিউর রহমান মিল্টনের সাথে গত সোমবার দেখা করেছেন বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর ও সিনিয়র সাংবাদিক কালাম আজাদ। মিল্টন ভাটগ্রাম ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক। শারীরিকভাবে স্ট্রোক করে তিনি বগুড়া শহরের পিটিআই মোড়ে তার ভাইয়ের চিকিৎসকের তত্ত্ববধায়নে বাসায় রয়েছেন। মিল্টনের শারিরীক অবস্থার কথা জানতে পারার সাথে সাথে এই বিএনপি নেতার খোঁজখবর নিতে যান সিনিয়র সাংবাদিক কালাম আজাদ।

 

এসময় তার সাঙ্গে ছিলেন শহর যুবদলের সাবেক সভাপতি আব্দুর রশিদ, বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম লাবু, কেন্দ্রীয় ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক উপাধ্যক্ষ মাওলানা ফজলে রাব্বি তোহা, জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, মিল্টন হোসেন, শহর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য পারভেজ মোশারফ প্রমুখ। এসময় কালাম আজাদ মিল্টনের হাতে একটি থেরাপি মেশিন তুলে দেন।

 

একই সাথে আর্থিকভাবেও সহযোগিতা করা হয়। আগামীতে মিল্টনের উন্নত চিকিৎসায় বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দেন তারা। এ সময় মিল্টন দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।