বগুড়া লেখক চক্রের ৯৫৭তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫ ১৯:৩৫ ।
বগুড়ার খবর
বগুড়া লেখক চক্রের ৯৫৭তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতমাথাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।
পূর্ব নির্ধারিত বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প 'পোস্ট মাস্টার' নিয়ে আলোচনা করেন প্রবন্ধকার এস এম আনিছুর রহমান এবং কবি অনন্য রাসেল। স্বরচিত কবিতা পাঠ করেন, ছড়াকার আমির খসরু সেলিম, কবি মাহাবুব টুটুল, কবি আমিনুল ইসলাম রনজু, কবি শাকিবুল শাকিল, কবি পিপ্রয়ম পলাশ ও কবি বিশ্বজিৎ দাশ। পঠিত লেখাসমূহের উপর আলোচনা করেন কবি ইসলাম রফিক।
আরও পড়ুন