শেখ হাসিনা বিএনপিকে ভাঙার জন্য নানান চেষ্টা করেছে কিন্তু পারেননি- অ্যাড: ওহাব

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫ ১৯:৪৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

বগুড়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড: আব্দুল ওহাব বলেছেন, আওয়ামী লীগের সময়ে বিএনপির একজন ভোটার একজন সমর্থক একজন নেতাও বাজারে গিয়ে প্রকাশ্য চা খেতে ভয় পেয়েছে, কারণ আওয়ামী লীগের দোসররা তাদের প্রেত্মারা পুলিশকে দেখিয়ে দিয়ে বিএনপির নেতকর্মীদের ধরিয়ে দিয়েছে।


তিনি বলেন, শেখ হাসিনা বিএনপি দলকে ভাঙার জন্য নানা ধরনের চেষ্টা করেছে। কিন্তু তৃণমূল বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল বলে তা সম্ভব হয়নি। এজন্য সবাইকে সবকিছু ভুলে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এজন্য কেই আমাদের ক্ষতি করতে পারবে না। 


সোমবার (২১ এপ্রিল) বিকেলে শিবগঞ্জ উপজেলার সিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল করিম।


অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর হোসেন মিলন, রেজাউল করিম, ওমর ফারুক মিশু. আঃ গোফ্ফার, শাহাজুল ইসলাম, মতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা মাছুদ রানা, রায়হানুল হক রনি, আব্দুল্লাহ জোবায়ের, আব্দুর খালেক, রেজাউল করিম, ইনছান আলী, মিজানুর রহমান, আব্দুল কাদের, মাছুদ রানা প্রমুখ।