বগুড়া ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫ ১১:৪৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৮ বার।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধন হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, ক্রীড়া সংগঠক আব্দুস ছালাম তুহিন, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাহেদুল ইসলাম রবি এবং অন্যান্য ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারবৃন্দ।

 

প্রধান অতিথি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

 

উদ্বোধনী খেলায় গাবতলী টাইগার্স বনাম এ জেড স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করছে। দিনের অপর খেলায় মুখোমুখি হবে সূত্রাপুর কিংস বনাম হেলথ সিটি ইলেভেন স্টার।

 

টুর্নামেন্টে মোট ১৮টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে অনুষ্ঠিত হবে নকআউট পর্ব। এরপর হবে সেমিফাইনাল ও ফাইনাল।

 

চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি নগদ ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতিটি দলে ২ জন বহিরাগত খেলোয়াড় অংশ নিতে পারবে।