বগুড়া ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জেড স্পোর্টিং ক্লাব এবং সুত্রাপুর কিংস বিজয়ী

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫ ১৮:২২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১ বার।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’ এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, ক্রীড়া সংগঠক আব্দুস ছালাম তুহিন, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবিসহ ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারবৃন্দ। 


উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে গাবতলী টাইগার্সকে ১০৫ রানে পরাজিত করে এ জেড স্পোর্টিং ক্লাব। টসে জিতে গাবতলী টাইগার্স প্রতিপক্ষ এ জেড স্পোর্টিং ক্লাব কে ব্যাট করতে পাঠায়। এ জেড স্পোর্টিং ক্লাব ৪ উইকেটে ২১১ রানের বিশাল স্কোর গড়ে। রিয়াদ ৬১, নাঈম ৫৬ এবং আশিক ৩২ রান করেন। গাবতলী টাইগার্সের নাঈম ২টি, রেহান ও ফাহিম ১টি করে উইকেট শিকার করেন।

জবাবে গাবতলী টাইগার্স ৯ উইকেটে ১০৬ রান করে। জহির ৩১ এবং রেহান ২৮ রান করেন। ফাহিম ও সৌরভ ৩টি করে এবং রাজা ১টি উইকেট লাভ করেন। রিয়াদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

 

দিনের অপর ম্যাচে সুত্রাপুর কিংস ৫ উইকেটে হেলথ সিটি স্টারকে পরাজিত করেছে। টসে জিতে হেলথ সিটি প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ৫ ওভারে ১০৬ রানে অলআউট হয়। দলের পক্ষে অপু ২১, সীমান্ত ১৬ এবং সুমন ১৫ রান করেন। সুত্রাপুরের রু বেল ৩টি, আকাশ ও সবুজ ২টি করে এবং আবিদ ১টি উইকেট শিকার করেন। জবাবে সুতাপুর কিংস ১২ দশমিক ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বাফিন ৪৪ এবং নাহিদ করেন ৩১ রান। বিজয়ী দলের রুবেল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটি সদস্য সচিব মোস্তফা মোঘল ম্যান অব দ্য ম্যাচের দুটি পুরস্কার প্রদান করেন।

ম্যাচে আম্পায়ার চিলেন জাহিদ ইকবাল জিতু ও রাহিদ। স্কোরার ছিলেন জি আর কানু।

বুধবারের প্রথম ম্যাচ সকাল ৯টায় সোনারগাঁ স্পোর্টিং ক্লাব বনাম সাতমাথা কিংস এবং দ্বিতীয় ম্যাচ দুপুর ১টায় প্লাটিনাম ক্লাব বনাম রসুল স্মৃতি সংঘ।