বগুড়ায় কবি-সম্পাদক ফারুক সিদ্দিকী’র স্মরণসভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ ১৯:২৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৭ বার।

কবি ও লিটল ম্যাগাজিন ‘বিপ্রতীক’ সম্পাদক ফারুক সিদ্দিকী ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া লেখক চক্রের আয়োজনে এক স্মরণসভা বুধবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। প্রধান অতিথি ছিলেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আনোয়ার মল্লিক এবং প্রধান আলোচক ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সংস্কৃতজন গোলাম সাকলায়েন বিটুল।

 

স্মরণসভার শুরুতেই এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সংগঠনের আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হানের সঞ্চালনায় স্মরণসভায় স্মৃতিতর্পন করেন বগুড়া লেখক চক্রের সাবেক সাধারণ সম্পাদক ছড়াকার আমির খসরু সেলিম ও কবি কামরুন নাহার কুহেলী, কবি আমিনুল ইসলাম রনজু, মাহবুব এ ইলাহী মিঠু। উপস্থিত ছিলেন কবি মাহাবুব টুটুল, কবি মুনছুর রহমান তানসেন, কবি ইনাম আহসান, কবি শাহাদত হোসেন, কবি প্রিয়ম পলাশ, কবি শাকিবুল শাকিল, কবি ফাতেমা ইয়াসমিন এবং কবি বিশ্বজিৎ দাশ প্রমুখ।

 

উল্লেখ্য কবি ফারুক সিদ্দিকীর জন্ম ১৯৪১ সালের ৬ সেপ্টেম্বর এবং মৃত্যু ২০১৪ সালের ২৩ এপ্রিল। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘স্বরচিহ্নে ফুলে শব’ এবং প্রবন্ধগ্রন্থ ‘তামসিক নিসর্গে ঈশ্বরনামা ও অন্যান্য’। তিনি আমৃত্যু লিটল ম্যাগাজিন ‘বিপ্রতীক’ সম্পাদনা করেছেন।