আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৬ মে ২০২৫ ২১:১২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৯৮ বার।

আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজ, বগুড়া-এর “প্রতিষ্ঠার ৪০ বছর” শীর্ষক অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। ২ মে  আয়োজিত এ অনুষ্ঠানটির আয়োজন করে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আ্যালামনাই অ্যাসোসিয়েশন’।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও আরডিএ, বগুড়া’র মহাপরিচালক ড. এ. কে. এম. অলি উল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসসি ১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক এ. এম. আনোয়ার হোসেন বিমান, যিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মিলন।

 

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানের ৪০ বছরের গৌরবময় ইতিহাসকে তুলে ধরা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন তৈরি করা, এবং যাঁদের অবদান রয়েছে তাঁদের সম্মাননা প্রদান ও অ্যালামনাই অ্যাসোসিয়নকে শক্তিশালী করা।

 

দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম পর্বে ছিল আনুষ্ঠানিক উদ্বোধন, এসেম্বলি, কেক কাটা ও র‌্যালি। এরপর অডিটোরিয়ামে শুরু হয় আলোচনা পর্ব। এ পর্বে প্রদর্শিত হয় এ. এম. আনোয়ার হোসেন বিমান নির্মিত “আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজের ৪০ বছর” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। স্মৃতিচারণ, অতিথিদের বক্তব্য ও সম্মাননা প্রদান শেষে শেষ হয় প্রথম পর্ব।

 

জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের পর শুরু হয় দ্বিতীয় পর্ব – সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, কৌতুক, নৃত্য ও সংগীত পরিবেশনা অনুষ্ঠানে প্রাণ যোগায়।

 

সমাপনী বক্তব্যের মাধ্যমে সভাপতি অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

 

এই অনুষ্ঠানটি প্রমাণ করে—চল্লিশ বছরের পথচলায় আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজ শিক্ষার পাশাপাশি মূল্যবোধ, বন্ধন ও সংস্কৃতির বিকাশে রেখেছে গর্বিত ভূমিকা।