বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন জামায়াত নেতাদের

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৬ মে ২০২৫ ২০:০১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৬৫ বার।

গত শনিবার রাতে বগুড়ার রহমান নগর বেড়া মসজিদ এলাকায় আব্দুল মান্নান মানুর দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভুত হওয়ায় মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া শহর জামায়াত নেতৃবৃন্দ।

 

এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে কিছু সময় কাটান ও শান্তনা দেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিুল আলম, ১০ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি তারেক ফকির, সেক্রেটারী আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর শাখার সহ সভাপতি নেতা আসলাম হোসেনর বিপু, শাহ হোসেন সাজু, ১০ নং ওয়ার্ড যুব শাখার সভাপতি আইনুল হোসেন, শাহনুর, সুমন, লিটন, মাছুম প্রমুখ। সাক্ষাত শেষে বগুড়া শহর জামায়াতের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়।